Friday, August 16, 2019

এখন ক্লান্ত চরণ - দেবা

12:12AM 
17/08/2019


আমার এখন ক্লান্ত চরণ
শান্ত স্বভাবে হাটছি
এক দিকেতে শুরু করে
অন্য দিকে ভাঙ্গছি 

গুজব আমার মনের মন্ত্র 
মাথায় নিয়ে ঘুরছি
এক শিশুকে বাঁচাতে গিয়ে 
অন্য শিশু মারছি।
হায়না আমার মনের শরীরে
বায়না পুষে যাচ্ছি 
কষ্ট করে  চিন বেযাকে
তাকে আগুনে পুরাচ্ছি 

নেশা আমার আমিই নেশা
ইয়াবায় গলে উরছি
বস্তাপঁচা ভেজাল কারবারে 
কবির দিন গুনছি। 

বালিশের নালিশে আমি টাকা
দূরবর্তী আমি হব বাঁকা 
যেখানে খুশি সেখানে লাফ দাও 
গারি যদি ব্রেক না করে তাও
তোমার রাজ্যে তুমিই তো রাজা
নিজের কথাএকটু ভুলে যাও
সামনে দেখো চোখ ওঠিয়ে 
আপনজন আছে সাথে দেশটাও। 

Wednesday, August 15, 2018

রাত্রি ঝরা পুকুরে
তোমায় সাতার কেটেছি
ফাগুন হাওয়ার হাত ধরে
উড়ে উড়ে ভেসেছি।

তুমি হবে, শোন বলি চাদ
তাকাস কেন বাকা নয়নে?
কথা হবে, মুখ ফুটানো থাক
নামাস কেন অামায় গোপনে?

মিষ্টি হাসির বাগানে
একাই হেসে মরেছি
গান কিংবা কবিতার
মাঝে তোমায় খোজেছি।
মানুষ ছাড়া শহরে
মিথ্যে ঝুলির প্রাচীরে
তোমায় একা চেয়েছি।

ভাবনাগুলো রাগ করে
একা একাই ভিজেছে
জলে আঁকা রঙ ঘুড়ি
বাতাস পেয়ে ভেসেছে।
মেঘ জমা আকাশে
চলাচলের নিঃশ্বাশে
তোমার আদর সয়েছি।

10:23pm
09/03/2018

Tuesday, January 23, 2018

দিন;
বাড়াল ঋণ, ছাড়াটা কঠিন
আজ তোমাকে খোঁজে চাইলাম।
মিল;
হারাল অমিল, অশান্ত অনীল
আলো আঁধারে তোমাকেই পেলাম।
মন;
এই মন এখনও তেমন 
তোকে যেভাবে ফিরে চাইলাম 

Friday, September 15, 2017

আমি তোমার স্বরূপ খুঁজি - দেবা

এক পা দু'পা তোমার সাথে
আমার পিছুটান
সকাল দুপুর কাজের ফাঁকে
আমার সুতোর বান
একটিই হায় !
তোমায় চায়
ভুলে সব অভিমান

আমি তোমার স্বরূপ খুঁজি
হারিয়ে নিজেকে বুঝি
কেমন মায়ায় কোথায় তুমি ?
আমার অরণ্য হতাশ রোজই।2

কেমন উষ্ণ প্রেমে আমি
তোমার মায়াতেই পুড়ি
বালিশ চাপা কথার ভীরে
একটু আধটু লুকোচুরি।

আমি তোমার স্বরূপ খুঁজি
হারিয়ে নিজেকে বুঝি
কেমন মায়ায় কোথায় তুমি ?
আমার অরণ্য হতাশ রোজই

aহচ্ছি নিঁখোজ প্রতিশোধ
সামলে রাখা আমার তুমি
কাটছে না আর শোধ-বোধ

আমি তোমার স্বরূপ খুঁজি
হারিয়ে নিজেকে বুঝি
কেমন মায়ায় কোথায় তুমি ?
আমার অরণ্য হতাশ রোজই

Sunday, September 3, 2017

পাশের হাতটি খোঁজে - দেবা

5:45am
4/09/2017

ছোট্ট সে অলি গলি
নাম লিখাতাম তোর দলে
মাঝ বয়সের শালিক
উড়ে চলে যায়,
কার বলে !
ভেজা জানালার কাঁচে
গড়িয়ে নামে সন্ধ্যে আলো
পাশের হাতটি খোঁজে
আমিও শিখেছি থাকতে, ভাল।

এখনও হঠাৎ ভুলে
চাপা স্বভাব খুলে,
দিয়ে ফেলি আড়ি।
আলতো সোহাগ ছুঁলে
কেন নামি জলে ?
ভেসে গিয়েছে বাড়ি।

এখনও ঘরের মেঝে
তোর পায়ের ছাপে সেঁজে / তোর পায়ের নালিশে
গন্ধটা আসে ফিরে
বিছানায় রাখা বালিশে।
এখনও মনের পোকা
তোর কথাই শুধু বলে
থমথমে আনা গুনা
কালসে রঙ্গের হালে।










Friday, August 25, 2017

পত্র ৮- পি দেবা

4: 27am
বউ,
সত্যিই জানিনা! এখন পর্যন্ত তোমায় বউ বলে ডাকবার অধিকার আমার কাছে আছে নাকি নেই। তবে এটুকুই শুধু মানি যে, আমি তোমায় বউ বলে বিশ্বাস করেছি, মেনেছি। আমার সমস্ত কিছু দিয়ে তোমায় আপন করে নিয়েছি। সমস্ত দ্বিধায় তুমি আঁকড়ে আছো, প্রলোভন দিয়ে বাঁচো। এমন অঙ্গীকারবদ্ধ প্রাচীন আমি,  যে শুধু তোমায় চেয়েছে প্রতিটি অনুরাগ আর অনুভূতির বিসর্জন দিয়ে। অকালে ঝরতে ঝরতে একদিন ঠিক হয় তো পুরোটা ঝরে যাবো। সরে যাবো কালের দূরে অতল গভীরে। সেদিন হয়তো পাশ ফেরানো আমার মুখ আর তুমি দেখবে না। অন্ধকারে অন্য একটি হাত ছুঁয়ে আমায় মনে পড়বেনা। ততদিনে হয়তো বা দামি হয়ে উঠবো আমার মুছে যাওয়ার ঘটনা জুড়ে। পালিয়ে বেড়াবো তোমার ছায়া থেকেও। ফুঁপিয়ে ফুঁপিয়ে চাপা কান্নার আর প্রয়োজন হবে না। একটি কথায় যদি বুঝাতে যাই তবে সেটা হবে, শুধুই ভুলে যাওয়া। এর থেকে বেশি আর কি পারবে বল?   

থাক সে সব কথা। এবার না হয় অন্য কিছু বলি সাথে ভিন্ন কিছু খুলি। ভিন্ন কিছু কি হতে পারে? শুধুই কি দুজনকার মাঝের দূরত্ব? নাকি যে ভালোবাসার মৃত্যু হয়েছে বলে আজও দুজন মেনে চলেছি? বড্ড এলোমেলো হয়ে গেল সবকিছু। জীবনের প্রাপ্তিটুকু হিসেব চাইলে হয়তো তাকে বার বার ফিরিয়ে দিতে হবে। সে আমার একার ব্যার্থতা নয়। একটা মানুষের জীবন কখনোই তার একার হতে পারে না। বরং জীবন যার একা তার কিছুই নেই। তাকে অল্পতেই ছুড়ে ফেলবার অধিকার  মানুষ পেয়ে যায়। তাতে প্রিয় আর অপ্রিয় বলে কিছু নেই। আমরা তবে কেমন ছিলাম?

এখনও যখন কথা হয় প্রদীপ খানিকটা নিভু আলোতেই জ্বলতে থাকে। বেফাঁস কিচ্ছুটি মনে আসে না শুধু অতীত আচরণ ছাড়া। বার বার এভাবেই তোমায় প্রিয় সুরে চাই, গান গেয়ে যাই অথবা বন্ধ চারটি দেয়ালের একটি কোণে তোমায় পাই। যেভাবে রাখবে বলে ভেবেছিলে, যেভাবে চিনবে বলে ঠিক করেছিলে, যে আলোয় দুজনার ভোর একসাথে ফুটতো, যে কথা দিয়ে হাতটি ধরেছিলে কোথায় গিয়েছে সে সব কথা? কিসের ভীর দেখে তারা দূরে সরে গেল? তুমি যদি আসতে নিষেধ করে থাকো তবে তারা আমায় কেন ছেড়ে গেল? খুব জানতে ইচ্ছে হয়। আবার ভয়ও হয়। 

জীবনের অনেকটাই অলস থেকেছি অনুপাতের হিসেব জানা থাকলে এতদিনে একটা ছোটখাট অনুসর্গ রচনা করে ফেলতাম। যার ভাষায় থাকতে তুমি আর অলীক হতাম আমি। কিছু বেলায় অসরল হয়ে ঘুরে বেড়াতাম লুকোচুরি খেলে। যে খানিকটা সময় জুড়ে তুমি হারমোনিয়ামের সুর ওঠাতে ব্যাস্ত সেটুকুই আমার ফিরবার সময় হত। তোমার কণ্ঠের প্রথম সুরে আমি আমার শেষ দেখতে চাইতামবেপরোয়া মন সবকিছুতেই পরুয়া করতে চাইতো যদি দুটি পথ এক হতে হতে,   এক হয়ে যেত  

ভেবে দেখো তো, যদি একটি নামে দুজনকেই যেত চেনা? যদি দুজনই প্রতিটি নতুন ছাপা বইয়ের ভাঁজে আতরের সুবাস হয়ে থাকতাম আর লোকের কাছে হতাম কেনা? তবে কি ভাল হত না? সে সুবাসে তোমায় আর সকলে তো ঠিক পেয়ে যেত। তবে কেন এই অমোঘ আমি, মিছেমিছি সব পুড়িয়ে জলে নামি? একার মাঝে একা একা কেন আমিই সঙ্গগামী?


দহনের পাশে অহন কেন হলাম? নিজেকে সামলানোর গুরু দায়িত্ব অযাচিত মনে কেন নিজেকেই নিতে হল? মরক ভুলে আমি কেন পাপের কাছে আরও ঋণী হলাম? হাজার হাজার কেন’র আজ শুধু প্রশ্ন বেঁচে আছে। উত্তরগুলো হয় তো গোয়াল ঘরে থাকা গাভীটি চিবিয়ে চিবিয়ে খেয়েছে। কে জানে, সে কতটা আরাম করে খেয়েছে ! নাকি তারও গিলতে আমারই মতন অনেক কষ্ট হয়েছে?   

যে পিছলে পড়া নিয়মের কথা সবচেয়ে বেশি অনুধাবন করেছি মাস কিংবা কয়েকটা বছর ঘুরিয়ে সে যে কেন আমায় ছেড়ে যেতে চাইল না, সেটাই ভাবি! তার অনুরোধ রাখতে গিয়ে শুধু একবার নয়, বহু বার হিসেব করতে করতে আটকে গিয়েছি অচেনার হালে। একটু বিশ্রাম চাই। জড়িয়ে যাবার অলক্ষনে যেন কোন খামতি না থাকে। বিদ্রোহী যদি সাজে মন তবে সে যেন হয়েছে অপরের নির্মমতায়, তোমার ঠুনকো ভালোবাসায়।

না বলা অনেকগুলো কথা আজ বলা হয়ে গেল তোমায়। জানিনা কোন শব্দের মানে তোমার কাছে ভীষণ তেতো লাগবে। কোন একটি কথা ধরে হয়তো তুমি অভিমানে আমায় আবার লিখা বন্ধ করে দিবে! মিনতি করে বলছি তোমায়, দয়াকরে বিকল্প কিছু আর ভাবতে বসে যেও না? মাঝে সাঝে চোখে যা পড়ে তা কেবলই চোখে পড়ার জন্যই পড়ে। অন্তরে নেবার জন্যে নয় তা। ভাল থেকো, ভাল রেখো।   


তোমার,
এক সময়কার প্রিয়...
     





   

Thursday, August 10, 2017

Song_3

4:00am

11/08/2017


সময় তো এড়িয়ে যাবে  
ভালোবাসা যাবে না ...
কিছু তো পুড়েই যাবে  
ভালোবাসা যাবে না...



সময় তো এড়িয়ে যাবে  
ভালোবাসা যাবে না ...

কিছু তো পুড়েই যাবে  
ভালোবাসা যাবে না...


সময় তো এড়িয়ে যাবে 
ভালোবাসা যাবে না ...


কিছু তো পুড়েই যাবে  
ভালোবাসা যাবে না...


দূরের ঐ মিছিলেতে
আমি আর হব না      
রাতের অপেক্ষা সয়ে  
আমি আর গাইব না...


দূরের ঐ মিছিলেতে
আমি আর হব না    
  
রাতের অপেক্ষা সয়ে 
আমি আর গাইব না.. 



তোমার শহর জুড়ে
আমি আর হাঁটব না

কথার কথা দিলাম 
আর ভাল বাসবো না... 



'এ খেয়াল; বেখেয়ালি আয়না
পিছু চায় কিছু তো পায় না
এ আভাস; বিভশ হয়না ..


এ খেয়াল; বেখেয়ালি আয়না
পিছু চায় কিছু তো পায় না
এ আভাস; বিভশ হয়না...'


সময় তো এড়িয়ে যাবে  
ভালোবাসা যাবে না ...
কিছু তো পুড়েই যাবে  
ভালোবাসা যাবে না... 
তোমার শহর জুড়ে
আমি আর হাঁটব না 
কথার কথা দিলাম 
আর ভাল বাসবো না...










.